কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নজর কাড়ছে মে ফ্লাওয়ার

 স্টাফ রিপোর্টার | ৯ মে ২০২০, শনিবার, ২:৪৭ | ছবির খবর  


মে মাসে ফোটে এ ফুল। হাতের তালুতে স্পর্শে সুরসুরি লাগে। দেখতে মৃদু লাল। শীর্ষে মনে হয় হলুদের মুকুট। থোকা থোকা, গোলাকার। বাহারী রূপ আর নজরকাড়া এই ফুলটির নাম মে ফ্লাওয়ার।

মে মাসে ফুলটি ফোটে বলেই এমন নামকরণ। সুন্দর অপরূপ এই ফুলটির স্থায়িত্বকাল পনেরো দিনের মতো।

কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাকারিয়ার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সরকারি কোয়ার্টারে ফুটেছে এই মে ফ্লাওয়ার।

বাসার টবে ফোটা এই ফুলটি নজর কাড়ছে সকলের।

মো. আবু জাকারিয়া জানান, ২০১৫ সালে ময়মনসিংহ থেকে তিনি ফুলের মূল সংগ্রহ করেছিলেন। এই মূল থেকেই ধীরে ধীরে ফুলটি প্রস্ফূটিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর