মাথায় গামছা ও মাথলা, হাতে কাস্তে। যেন একজন পুরোদস্তুর কৃষক। কৃষককে অনুপ্রাণিত করতে এভাবেই জমিতে কাস্তে দিয়ে ধান কেটেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এর মাধ্যমে তিনি আমন ধান কাটার উদ্বোধন করেন।
নবান্ন উৎসব উপলক্ষ্যে আমন ধান কাটার উদ্বোধন করতে গিয়ে শনিবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় কৃষকদের সাথে কাস্তে দিয়ে ধান কাটেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এ সময় স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ জেলা প্রশাসকের সাথে প্রতীকী এই ধান কাটায় অংশ নেন।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।