কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী আঃ মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতহয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদেও সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ শরীফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুজিত চক্রবর্ত্তী, পরিচালনা পরিষদের কো-অপ্ট সদস্য মোল্লা মেহেদী হাসান প্লাবন, সিনিয়র শিক্ষক মোঃ নজরুলইসলাম, গুলশান আরা বেলী, লুৎফুন্নাহার মোল্লা, রফিকুল ইসলাম মন্ডল, মোহাম্মদ আবদুল ওয়াদুদ, শামীমা বেগম, ইব্রাহিম খান, অভিভাবক সদস্য ধীরেন্দ্র নাথ সরকার, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান আক্তারুজ্জামান শিপন, সমাজ সেবক সাইফুল ইসলাম মোল্লা বকুল প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক বিজয় কুমার সাহা রায়।