কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে পানিতে পড়ে যুবকের মৃত্যু

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ১০:৩০ | কটিয়াদী 


কটিয়াদীতে রাস্তার পাশের পানিতে পড়ে সোহাগ মিয়া (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার মানিকখালী সড়কের ডাঙ্গীর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে অল্প পানিতে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পানিতে পড়ে মারা যাওয়া সোহাগ মিয়া উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মানিকখালী বাজার থেকে বাই-সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে ডাঙ্গীর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশের পানিতে পড়ে যায় সোহাগ মিয়া। পরে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সেখানে তার লাশ পাওয়া যায়।

সোহাগ মিয়ার বাবা শহিদুল ইসলাম জানান, তার ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন যাবত মৃগি রোগে ভুগছিল। কটিয়াদী থানার এসআই উবায়দুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর