কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এ উপলক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন-অর-রশীদ জুয়েল ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ের ১০৫জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে নয় লাখ ৪২ হাজার ৬শ’ টাকার শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।