কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. বিল্লাল হোসেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে তার হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ইউএনও মো. আজগর হোসেন।
এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে যোগদানপত্র দাখিল করেন।
মো. বিল্লাল হোসেন ৩৫তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। এর আগে তিনি রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
তার বাড়ি ঝিনাইদহে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন।
এছাড়া যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে অভিবাসন বিষয়ে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন।