'ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই' স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকালে সংগঠনের পক্ষ থেকে কটিয়াদী সরকারি কলেজ, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন ও সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের লক্ষণ, করণীয়, প্রতিরোধে করণীয় এবং শ্রেণিকক্ষ ও বাড়ির আঙ্গিনা পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু মোকাবেলার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা, প্রভাষক মাসুক ইবনে আজিজ, দীপা বর্মন, কটিয়াদী সরকারি কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন, আমান উল্লাহ আল মামুন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারি শিক্ষক খান-ই সবুর খান, আব্দুল কাদির, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঞা সবুজ, সহকারি শিক্ষক মাও. জসিম উদ্দিন, শফিকুল আলম রিপন, কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের সহকারি শিক্ষক বিপ্লব কুমার সাহা, সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাসুম পাঠান, কটিয়াদী রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম, সদস্য- আব্দুল্লাহ আল মামুন, জিসান আজাদ, আশিকুর রহমান শাওন, মাহাবুবুর রহমান, নন্দন বিশ্বাস, কামরুল হাসান মামুন, সাকিবুল হাসান সোহাগ, রাশিদুল হক আকন্দ রানা, আশরাফিজুর রহমান হৃদয়, এম এইচ মাহফুজ, শাহরিয়ার হোসেন রিপন প্রমূখ।
লিফলেট বিতরণের পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের লক্ষণ, করণীয়, প্রতিরোধে করণীয় এবং শ্রেণিকক্ষ ও বাড়ির আঙ্গিনা পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদেরও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।