কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

 স্টাফ রিপোর্টার | ১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৪:২৬ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। নিহতের নাম চন্দন রবিদাস (৩৮)। সে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি রবিদাস কলোনীর গোপাল চাঁন রবিদাসের ছেলে।

এ ঘটনায় ঘাতক ছোট ভাই আনন্দ রবিদাস (৩২) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই চন্দন রবিদাসের সাথে ছোট ভাই আনন্দ রবিদাসের বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে পূর্ব এই বিরোধের জের ধরে দুই ভাই বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে ছোট ভাই আনন্দ রবিদাস ছুরি দিয়ে বড় ভাই চন্দন রবিদাসের বুক ও কপালে উপর্যুপরি আঘাত করে।

এতে ঘটনাস্থলেই চন্দন রবিদাস লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়।

খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মু. শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক আনন্দ রবিদাসকে আটক করেন।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মু. শফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘাতক ছোট ভাই আনন্দ রবিদাসকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া এ ব্যাপারে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ পরিদর্শক মু. শফিকুল ইসলাম জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর