কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

 স্টাফ রিপোর্টার | ৩১ জুলাই ২০১৯, বুধবার, ৮:৩৭ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকালে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রামের ক্ষতিগ্রস্ত একশ’ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ উপলক্ষ্যে দক্ষিণ চরটেকী গ্রামে ব্রহ্মপুত্র পাড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইউএনও মো. নাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম প্রমুখ।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম রাকিব, চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আবদুল মান্নান ও স্থানীয় ইউপি সদস্য মো. রেনু মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, দুই কেজি চিড়া, এক কেজি লবণ, এক কেজি ডাল, এক কেজি তেল, বিস্কুট, সেমাই ও নুডলস ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর