‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা মঙ্গলবার (৩০ জুলাই) শুরু হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুস সামাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েল, উপজেলা সমবায় কর্মকর্তা সাহেনা আক্তার, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদ মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ফলদ বৃক্ষমেলার আয়োজন করেছে।
তিন দিনের এই বৃক্ষমেলায় ২১টি স্টল দেয়া হয়েছে।
এছাড়া মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিনামূল্যে সহস্রাধিক চারা বিতরণ করা হয়।