কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগী ১১১, ভর্তি ৫১ জন

 স্টাফ রিপোর্টার | ২৯ জুলাই ২০১৯, সোমবার, ৮:৪২ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জের হাসপাতালগুলোতে উদ্বেগজনকভাবে ভীড় বাড়ছে ডেঙ্গু রোগীদের। কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের হিসেব বলছে, গত ২৪ ঘন্টায় জেলার  বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া গত কয়েক দিনে ডেঙ্গুতে আক্রান্ত অন্তত ১৪ জনকে জরুরি অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। এর মধ্যে রোববার (২৮ জুলাই) রেফার্ড করা হয়েছে ৩ জনকে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, সোমবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮ জন।

এ হাসপাতালে এখন পর্যন্ত মোট ভর্তি ২৩ জন রয়েছেন। চিকিৎসা নিয়েছেন ৪০ জন।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১জন ভর্তি রয়েছেন।

এছাড়া করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেেেক্স ১জন ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর লিস্ট পেয়েছি। তবে রোগীদের প্রায় সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর