কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে শেখ রাসেল স্ক্যানো উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ৪:২৫ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের চিকিৎসায় শেখ রাসেল স্পেশাল নিউনেটাল কেয়ার ইউনিট (স্ক্যানো) উদ্বোধন করা হয়েছে।

শেখ রাসেল স্ক্যানো উদ্বোধন উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল।

এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হাই এবং করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান ও পরিচালক অধ্যাপক ডা. সুফিয়া খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত সেবাকেন্দ্র শেখ রাসেল স্পেশাল নিউনেটাল কেয়ার ইউনিট (স্ক্যানো) উদ্বোধনের ফলে নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনতে মেডিকেল কলেজ হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর