'খেলাধূলার মাধ্যমে দূর হোক সামাজিক অবক্ষয়' স্লোগান নিয়ে কটিয়াদীতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই)বিকালে উপজেলার পূর্ব ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচে সমকাল সুহৃদ সমাবেশ এবং দীপশিখা স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।
১৬ ওভারের ম্যাচটিতে পরে ব্যাট করে সমকাল সুহৃদ সমাবেশ (লাল সবুজ জার্সি) ৬ উইকেটে দীপশিখা স্পোর্টিং ক্লাব (গাঢ় নীল জার্সি) কে পরাজিত করে।
আগে ব্যাট করে দীপশিখা স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে।
ম্যাচটিতে ৭২ রান সংগ্রহ করে ম্যাচ সেরা হন জোবায়ের সিদ্দিক অটল।
সমকাল প্রতিনিধি সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত, সুহৃদ সদস্য সচিব বদরুল আলম নাঈম, সুহৃদ আব্দুল্লাহ আল ফাহাদ, রনি কাউসার, সাকিবুল হাসান সোহাগ, আনোয়ার হোসেন, আশরাফিজুর রহমান হৃদয়, আকরাম হোসেন শাকিম, মোস্তাফিজুর রহমান রাব্বুল, মাসুম বিল্লাহ, সোহেল, শাকিল আহমেদ, রিফাত হাসান রিমন, জাহিদুল ইসলাম নয়ন, রাসেল আহমেদ, উজ্জ্বল আহমেদ, শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।
বিজয়ী সমকাল সুহৃদ সমাবেশ এর খেলোয়াড় ছিলেন জোবায়ের সিদ্দিক, ইকরামুল কবীর ইমরান, আরমান আহমেদ, আকিব আহমেদ শুভ, নাহিদ হাসান, দেলোয়ার হোসেন, মাকসুদুল হাসান রকি, নবী হোসেন বাবু, আমানুল হোসেন চন্দন, ইমন ও রিফাত।
ম্যাচে অ্যাম্পায়ারের দায়িত্বে ছিলেন আকরাম হোসেন ও আলী হোসেন এবং স্কোর বোর্ডে ছিলেন নীরব হাসান।