ধুমপান ও মাদকমুক্ত পাকুন্দিয়া গড়ার লক্ষ্যে উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে পাকুন্দিয়া প্রেসক্লাবে পিপুল ডেভেলপমেন্ট প্রসেস ( পিডিপি) এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিপুল ডেভেলপমেন্ট প্রসেস এর সভাপতি আ ন ম তানভীর হায়দার ভূইয়া।
প্রভাষক এম এ মানিক কলেজের প্রভাষক এস এম আল মামুন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা যুব মহিলা লীগ সভাপতি সাহেরা আক্তার সাথী, এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি তারেক হাসনাত তারেক, আইন বিষয়ক সম্পাদক সুজন দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী হিমেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার নানা উপায়ের উপর আলোকপাত করা হয়।
এছাড়া পাকুন্দিয়া উপজেলাকে ধুমপান ও মাদকমুক্ত করতে উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন বিষয়ে আলোচনা করা হয়।