কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৭:১৩ | কটিয়াদী 


“জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন" প্রতিপাদ্য কে সামনে রেখে কটিয়াদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. মুশতাকুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার ও উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. শফিকুল আলম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান।

এতে অন্যান্যের মাঝে ডাঃ জেরিন সুলতানা মিত্রা, লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন, রাজীব কুমার সরকার, আব্দুল্লাহিল বাকী, গোলাম মোস্তুফা, সারোয়ার হোসেন শাহীন, স্বপন কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর