কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ১৫

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২১ জানুয়ারি ২০২৪, রবিবার, ৭:৫২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জলসিঁড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে গেছে। রবিবার (২১ জানুয়ারি) বিকালে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে বাসটিতে থাকা ১০-১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফারুক প্রধান বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬জন রোগী এসেছেন।

তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহতরা হলেন, হোসেনপুর উপজেলার একে মোস্তাকিম আরেফীন (২৬), হাবিবুর রহমান (৪০), কুলসুম (৫০), পাকুন্দিয়া উপজেলার আলম মিয়া (৪০), নান্দাইল উপজেলার আসন মিয়া (৫০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার শাহজাহান সিরাজ (৪০)। এর মধ্যে মোস্তাকিম আরেফীন, আলম ও আসন মিয়া গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২১ জানুয়ারি) বিকালে নান্দাইল থেকে জলসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি বিকাল সাড়ে ৪টার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা ১০-১৫জন যাত্রী সবাই কমবেশি আহত হন। তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানতে পেরেছি বাসে ১০-১৫জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বলেও জানা গেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর