কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজগর হোসেন কর্মস্থলে যোগদান করেছেন। রবিবার (১০ ডিসেম্বর) সকালে ইউএনও হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে মো. আজগর হোসেন চাকুরিতে যোগদান করেন।
জানা গেছে, মো. আজগর হোসেন রায়পুরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।