আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে কিশোরগঞ্জে ছাত্রী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফ্যামিলি টাইস ফর উইম্যান ডেভেলাপমেন্ট এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
শিক্ষক এবং অভিভাবকদের পরামর্শে সমাবেশটি শিক্ষার্থী সমাবেশে পরিণত হয়। এতে ১২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জেনাকীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির হিরো ও সহকারী ভ্যাট কর্মকর্তা সফিকুল আলম।
এতে অন্যদের মধ্যে দুর্বার মহিলা সংস্থার সভাপতি ও কিশোরগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, মানবিকতায় কিশোরগঞ্জ যুব সংগঠনের পাঁচজন প্রতিনিধি ও সভাপতি মুরাদ আহমেদ, আর্থ, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি শামীমা বেগম রিমা, উদীচী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার বর্মণ, নারী উদ্যোক্তা ফারহানা মমতাজ ও শরিফা আক্তার মশগুল প্রমুখ বক্তব্য রাখেন।
কবিতা আবৃত্তি, গান আর আলোচনায় সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।