কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আট মাসে হিফজ সম্পন্নকারী শিশু রুহানকে সংবর্ধনা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৭:৫২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাত্র আট মাসে হিফজ সম্পন্ন করা নয় বছরের শিশু আজমল হাসান রুহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

পৌরসদরের চরপাকুন্দিয়া এলাকায় অবস্থিত দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার পাশের একটি মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সিনিয়র প্রশিক্ষক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকিবুল আলম ছোটন, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান রাসেল, সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, বিশিষ্ট সংগঠক আরিফ হোসেন ভূইয়া, হুফফাজুল কোরআন প্রশিক্ষক হাফেজ ক্বারী আবু তালহা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ইসলামিক সংগীত পরিবেশিত হয়। এতে জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দাসহ ইসলামী শিল্পীরা গান পরিবেশন করেন।

অনুষ্ঠান উপভোগ করেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় শতশত মানুষ।

উল্লেখ্য, পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামে অবস্থিত দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা থেকে মাত্র আট মাসে হিফজ সম্পন্ন করে আজমল হাসান রুহান। সে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবদুর রশিদের ছেলে।

এর আগে একই প্রতিষ্ঠান থেকে মাত্র পাঁচ মাসে কোরআন মুখস্থ করে আলোচনায় আসে আরেক শিশু শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফাহাদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর