কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন ডা. সৈয়দ মোদাচ্ছের আলী

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:২৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চারটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

ক্লিনিকগুলো হচ্ছে, মুনিয়ারীকান্দা কমিউনিটি ক্লিনিক, বিশ্বনাথপুর কমিউনিটি ক্লিনিক, আমতলী কমিউনিটি ক্লিনিক ও তারাকান্দি কমিউনিটি ক্লিনিক।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রধান সমন্বয়ক শাহানা পারভীন, জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ আলম খান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন প্রমুখ তার সঙ্গে ছিলেন।

পরে তারাকান্দি কমিউনিটি ক্লিনিক চত্বরে কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় যোগ দেন অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

প্রধান অতিথির বক্তব্যে অপ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘প্রান্তিক মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। এর সুফল পাচ্ছে গ্রামের সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক এখন রোল মডেল। বিশে^র অনেক দেশ বাংলাদেশের কমিউনিটি ক্লিনিককে অনুুকরণ করছে।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর