কিশোগঞ্জের হাওর উপজেলা ইটনায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন রেজা মো. গোলাম মাসুম প্রধান। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ইউএনও হিসেবে ইটনায় যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আমি মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধসহ উপজেলাবাসীর সেবা করতে চাই।
এ বিষয়ে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরে উপজেলার নিয়মিত মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটি সভায় নবাগত ইউএনও অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, নবাগত ইউএনও রেজা মো. গোলাম মাসুম প্রধান পঞ্চগড় জেলার বাসিন্দা এবং ৩৪তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।