কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেলার নতুন এসপি মোহাম্মদ রাসেল শেখ

 স্টাফ রিপোর্টার | ৩ আগস্ট ২০২২, বুধবার, ৫:৫৯ | প্রশাসন 


পুলিশ অধিদপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কে কিশোরগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

বিসিএস ২৭ ব্যাচের মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর নিজ জেলা মুন্সীগঞ্জ।

মোহাম্মদ রাসেল শেখ নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালের ২ মে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

এর আগে তিনি ২০১৬ সালের ১৮ জুলাই থেকে ২০২১ সালের ২৮ এপ্রিল পর্যন্ত গাজীপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি দুইবার পিপিএম পদক লাভ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর