কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বাস পোড়ানোর ঘটনায় মামলা

 স্টাফ রিপোর্টার | ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ৭:১৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন সমর্থক নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে বাস পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

অনন্যা পরিবহনের পরিচালক আলী আকবর বাদী হয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) পাকুন্দিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর রোডে মরুরা এলাকায় অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দরজা, জানালা ও সিটসহ বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর