জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় প্রায় চল্লিশ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিত ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ এসব তথ্য জানান।
তিনি জানান, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এতে উপজেলার সকল ইপিআই কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় অন্যদের মধ্যে ডা. এজাজ জাহিদুল ইসলাম, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলতাব উদ্দিন, পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্যক্রমটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।