কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২৭ নভেম্বর ২০২১, শনিবার, ৬:০৯ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু (কাবাডি) প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) উপজেলার বর্ষাগাতী উত্তরপাড়া খেলার মাঠে বর্ষাগাতী উত্তরপাড়া ও হিজলিয়া যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লাল দল বনাম সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে ২ পয়েন্ট পেয়ে লাল দল চ্যাম্পিয়ন হয়।

বিলুপ্তপ্রায় এ খেলা দেখতে বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শক ভিড় জমান।

ইউপি সদস্য আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার ফাইনাল উপভোগ করেন চরফরাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

এতে বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত পৌর কাউন্সিলর নাছির উদ্দিন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মোস্তফা কামাল, মুজিবুর রহমান, হাসমত উদ্দিন প্রমুখ।

ফাইনাল শেষে প্রধান অতিথি ও অন্যরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর