কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রবাসীর স্ত্রীকে উত্যক্তের দায়ে অটোচালক যুবকের কারাদণ্ড

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৫:১০ | অপরাধ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে সজিব (২২) নামের এক যুবককে আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সজিব উপজেলার আঙ্গিয়াদী গ্রামের শহীদুল্লার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই যুবক পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ফের সজিব ওই প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে উত্যক্ত করছিল।

এ সময় বাড়ির লোকজন তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানায়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।

এসময় প্রবাসীর স্ত্রী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ওই যুবক দোষী সাব্যস্ত হওয়ায় এবং উত্যক্তকারী যুবক নিজের দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর