কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আট কেজি গাঁজাসহ মো. রাসেল মিঞা (৩৭) ও মো. জিয়াউর রহমান (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া-মিঠামইন সড়কের হাবিবপুর এলাকায় মিঠামইন থানা পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজাসহ তাদের আটক করে।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. রাসেল মিঞা মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার পশ্চিম আলদী গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে ও মো. জিয়াউর রহমান নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দিঘলখোসা গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে।
তবে মাদক ব্যবসার সূত্রে উভয়েই বর্তমানে গাজীপুর জেলায় বসবাস করে। এর মধ্যে মো. রাসেল মিঞা গাজীপুরের জয়দেবপুরের কামারজরী এলাকায় এবং মো. জিয়াউর রহমান গাজীপুরের গাছা থানার খাইলকুর এলাকায় বসবাস করে।
মিঠামইন থানার ওসি মো. আহসান হাবীব এর নেতৃত্বে এসআই মো. আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই বিরাজ মিয়া ও সঙ্গীয় ফোর্স কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল তানিম হোসেন এ অভিযানে অংশ নেন।
মিঠামইন থানার ওসি মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, মো. রাসেল মিঞা ও মো. জিয়াউর রহমান উভয়েই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া-মিঠামইন সড়কের হাবিবপুর এলাকায় পুলিশ অভিযান চালায়।
এ সময় আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মো. রাসেল মিঞা ও মো. জিয়াউর রহমানকে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।