কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 নাসির উদ্দিন হারুন, মিঠামইন | ৮ জুলাই ২০২৪, সোমবার, ৮:৩৬ | মিঠামইন 


কিশোরগঞ্জে মিঠামইনে পানিতে ডুবে রুবাইয়া আক্তার নামে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। সোমবার (৮ জুলাই) বিকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের পশ্চিম শরীফপুর গ্রামের পানিয়াবাড়ী সংলগ্ন গড়াভাঙ্গা নদীর ঘাটে পড়ে গেলে পানিতে ডুবে শিশুমৃত্যুর এ ঘটনাটি ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া রুবাইয়া আক্তার পশ্চিম শরীফপুর গ্রামের পানিয়াবাড়ীর মো. রাকিব মিয়া ও রাবিয়া আক্তার দম্পতির কন্যা।

গোপদিঘী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল কাদির সবুজ ঘটনাটি নিশ্চিত করে জানান, বিকাল ৪টার দিকে পিতা-মাতার অগোচরে বাড়ির পিছনে প্রবাহিত গড়াভাঙ্গা নদীর ঘাটে শিশু রুবাইয়া পড়ে যায়।

বাড়ির লোকজন শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে মৃত অবস্থায় পানিতে খুঁজে পায়।

এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর