কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে মোটর সাইকেলের দুই আরোহী নিহত, আরেকজন মুমূর্ষু

 স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২৪, সোমবার, ৭:০১ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে ইয়াছিন (২৫) ও আমীর আলী (২০) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া মোটর সাইকেলে থাকা অপর আরোহী মিজানুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুইজনের মধ্যে ইয়াছিন মিঠামইন উপজেলার চাঁনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ও আমীর আলী সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠাল বাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

এছাড়া গুরুতর আহত মিজানুর রহমান মিঠামইন উপজেলার ঘাগড়া ধাইহাটির রেজু মিয়ার ছেলে।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ওসি মো. আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোটর সাইকেলে করে তিন আরোহী ইটনা থেকে মিঠামইনের দিকে আসছিলেন। পথে বেলা পৌনে ৩টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ব্রিজের দক্ষিণ পাশে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাইডের পিলারের সাথে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলে দুই আরোহী ইয়াছিন ও আমীর আলীর মৃত্যু হয় এবং মিজানুর রহমান গুরুতর আহত হয়।

আহত মিজানুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর