কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, চক্রের চার সদস্যের মৃত্যুদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৩ জুলাই ২০২৪, বুধবার, ৮:০২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশা চালক মো. সোহেল ওরফে বদন খন্দকার (৩৫) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকালে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হচ্ছে, মো. লিটন মিয়া (২৬), মো. রব্বানী (২৬), মো. জুয়েল মিয়া (২৫) ও মো. কাজল মিয়া (৩৪)। তারা সবাই ভৈরব উপজেলার বাসিন্দা।

তাদের মধ্যে মো. লিটন মিয়া উপজেলার ছনছড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে, মো. রব্বানী একই গ্রামের মো. আবু মিয়ার ছেলে, মো. জুয়েল মিয়া ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকন মিয়ার ছেলে এবং মো. কাজল মিয়া বাঁশগাড়ী গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ইজিবাইক চালক মো. সোহেল ওরফে বদন খন্দকার ২০২০ সালের ২২ সেপ্টেম্বর সকালে তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

পরের দিন ২৩ সেপ্টেম্বর সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে বদন খন্দকারের স্বজনরা গিয়ে তার লাশ শনাক্ত করেন।

লাশ উদ্ধারের দুইদিন পর ২৫ সেপ্টেম্বর নিহতের পিতা মো. আব্দুল হান্নান খন্দকার ভৈরব থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআই নিহতের মোবাইল নম্বর সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় বদন খন্দকারের মোবাইল ফোনটি উদ্ধার করে এবং এর সূত্র ধরে চারজনকে গ্রেপ্তার করে। যাত্রীবেশে চালককে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ছিনতাইয়ের বিষয়ে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তদন্ত শেষে ২০২১ সালের ২২ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কিশোরগঞ্জের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়া আদালতে এই চারজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।

সাক্ষ্য-জেরা শেষে বুধবার (৩ জুলাই) কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর