কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ১২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৯:৫৩ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বোরহান মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

এছাড়া অভিযানে চোলাই মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত রিকশা (বিভাটেক) জব্দ করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জাহানের নেতৃত্বে থানার অফিসার-ফোর্সের সমন্বয়ে উপজেলার চৌমুরী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী বোরহান মিয়া পার্শ্ববর্তী ভৈরব উপজেলার লক্ষীপুর তাতারকান্দি গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশা (বিভাটেক) যোগে অবৈধ মদ পরিবহনের খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ উপজেলার চৌমুরী বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযানে চারটি ড্রামে ভরা ১২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মাদক ব্যবসায়ী বোরহান মিয়াকে আটক করা হয়।

এছাড়া তার সঙ্গে থাকা আনোয়ার হোসেন ওরফে হোসেন মিয়া (৫৪) নামে আরেক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এছাড়া চোলাই মদ পরিবহনের কাজে ব্যবহৃত বিভাটেকটি জব্দ করা হয়।

এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি মো. সারোয়ার জাহান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর