কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে কৃষক আবুবক্বর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ৭:৩৪ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার নালিশ দেওয়ায় আবু বক্কর (৫৭) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার বিচার দাবিতে রোববার (২২ জানুয়ারি) মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

সকালে উপজেলার মুজরাই মোড়ে ডুমরাকান্দা-জাফরাবাদ রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় কৃষক আবুবক্করকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নিহতের ছেলে আয়ুর্বেদীক চিকিৎসক মো. বায়েজিদ মিয়া, স্থানীয় রামদী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. আসাদ মিয়া, সালুয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য রুমান খাঁন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মো. বাদল মিয়া, পল্লী চিকিৎসক মো. কামাল হোসেন বকুল, বীর কাশিমনগর গ্রামের নাহিদুল হাসান. ফিরুজ মিয়া রাজা প্রমুখ।

উল্লেখ্য, স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ের বিচার দেওয়ায় গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)  রাত ৮টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই মধ্যপাড়া গ্রামে আব্দুস সোবহানের ছেলে মো. আবু বক্কর মিয়া ইভটিজারদের হাতে খুন হন।

এঘটনায় নিহতের ছেলে আয়ুর্বেদীক চিকিৎসক মো. বায়েজিদ মিয়া (৩০) বাদী হয়ে গত শুক্রবার (২০ জানুয়ারি) মো. বাবুল মিয়া, মো. রাশেদুল আলম রিসাদ, মো. পারভেজ মিয়া ও মো. আলম মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের (নং-১২) করেন।

মামলা রুজু হওয়ার পর এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর