“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জর তাড়াইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) এ উপলক্ষ্যে যুব সমাবেশ, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন তাড়াইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুজ্জামান খান।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরজাহান বেগম, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহেদ ভূঞা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২ জন বেকার যুবক-যুবতীর মাঝে ১ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক ও ৬০ জন বেকার যুবক-যুবতীর মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।