বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরে এ মিছিল থেকে বিএনপি-জামায়াতে নৈরাজ্য ও পুলিশ হত্যার প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লন্ডন মহানগর আওয়ামী লীগের প্রচার ও্ প্রকাশনা সম্পাদক ডক্টর আনিছুর রহমান আনিছ।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের করা প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক করে।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার।
তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী’র সঞ্চালনায় সমাবেশে ডক্টর আনিছুর রহমান আনিছ বক্তব্য রাখেন।
ডক্টর আনিছুর রহমান আনিছ তাঁর বক্তব্যে হরতালের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, গাড়ি ভাঙচুর ও পুলিশ হত্যার তীব্র প্রতিবাদ জানান।