কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে দুই বছরে হাফেজ হলো আট বছরের আনোয়ার

 স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২৩, বুধবার, ৯:০১ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার মেধাবী ছাত্র মুহাম্মাদ আনোয়ার মাহমুদ (৮) মাত্র দুই বছরে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (২৩ মে) ভোর ৪টা ৩৭ মিনিটে দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেয ক্বারি মাওলানা এমদাদুল্লাহর কাছে শেষ সবক শুনিয়ে সে হিফয সম্পন্ন করে।

মাদরাসার ১০ম হাফেজ হিসেবে তাৎক্ষণিক তার হাতে সদ্য হাফেজের পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠান প্রধান।

এসময় হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আনোয়ার মাহমুদ উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামের মাওলানা শফিকুল ইসলামের ছেলে। তার পিতা পেশায় মসজিদের ইমাম, খতিব ও মাদরাসার মুহাদ্দিস। মাতা ক্বারিয়া মোছা. শামীমা আক্তার মাদরাসা শিক্ষিকা।

আনোয়ার গত বছরের ৬ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘সেরা ক্ষুদে হাফেজ’ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলার বাছাইপর্বে ১ম স্থান অর্জন করে জেলার ‘সেরা ক্ষুদে হাফেজ’ নির্বাচিত হয়।

এছাড়া হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় সে অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর