কিশোরগঞ্জের ভৈরবে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান পরিচালনা করে ৩২৮৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৫শ’ টাকা ও তিনটি মোবাইলসহ মো. মুজিবুর রহমান (৫৩) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ভৈরব পৌরসভার লক্ষীপুর এলাকার শহিদুল্লাহ কায়সার পাদুকা সুপার মার্কেটে মো. মুজিবুর রহমানের মালিকানাধীন নাজিম সুজ নামক দোকানে অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. মুজিবুর রহমান লক্ষীপুর এলাকার মৃত মেহের আলীর ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মো. মুজিবুর রহমান একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর এলাকার শহিদুল্লাহ কায়সার পাদুকা সুপার মার্কেটে তার দোকানে অভিযান পরিচালনা করে ৩২৮৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৫শ’ টাকা ও তিনটি মোবাইলসহ মো. মুজিবুর রহমানকে আটক করা হয়।
ইয়াবাসহ আটকের ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।