কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ বিশেষ বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বর্ধিত সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নুরু।
সভায় মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোতাব্বির হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বোখারী আজম, উপদেষ্টা আক্তারুজ্জামান খোকা, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, প্রচার সম্পাদক মো. মাইন উদ্দিন খন্দকার, যুবলীগ নেতা কাউছার আহম্মেদ পাভেল, যুবলীগ নেতা মোশারফ হোসেন ডালিম প্রমুখ বক্তব্য রাখেন।