কিশোরগঞ্জের মিঠামইনে কাজ করতে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুর্শিদ মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) ভোরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের দক্ষিণ জাংগাল পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহতের এই ঘটনাটি ঘটে।
নিহত মুর্শিদ মিয়া জাংগাল পাড়ার গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, ভোর ৬টার দিকে মুর্শিদ মিয়া কাজ করতে বাড়ির পাশের দক্ষিণ জাংগাল পাড়ায় যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।