কিশোরগঞ্জের মিঠামইনে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামরুন নাহার।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এর প্রকল্প পরিচালক (উপসচিব) ডা. মো. রহুল আমিন, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র দেবনাথ, হাজী মো. রজব আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার ৭টি বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্য অতিথিগণ সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান।