কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

 বিজয় কর রতন, মিঠামইন | ২৭ মে ২০২৩, শনিবার, ১০:২৯ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশের নদীর পানিতে ডুবে আরাফাত হোসেন তৌহিদ (৯) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) বিকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের খাসাপুর গ্রামের পাশের গড়াবিশ্ব ভাঙ্গা নদীর পানিতে ডুবে এ শিশুমৃত্যুর ঘটনাটি ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু আরাফাত হোসেন তৌহিদ খাসাপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার জানান, পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি সত্য। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, আরাফাত একজন প্রতিবন্ধী শিশু ছিলো। শনিবার (২৭ মে) দুপুর থেকে আরাফাতকে বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিলো না।

পুরো গ্রাম খোঁজেও তার কোনো সন্ধান না পেয়ে বিকাল ৩টার দিকে গড়াবিশ্ব ভাঙ্গা নদীতে খোঁজাখুজি শুরু করে।

অনেক খোঁজাখুজি পর বাড়ির পাশে নদীতে একটি নৌকার কাছে তার মৃতদেহ ভেসে আঁটকে থাকতে দেখে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা।

পরিবারের লোকজন জানায়, তার মৃগী রোগের অভ্যাস ছিলো।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর