কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ৬ জুন ২০২১, রবিবার, ১১:১০ | কুলিয়ারচর 


‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমি সেবা সপ্তাহ-২০২১ (৬-১০ জুন পর্যন্ত) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী'র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. মনির হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম, উপজেলা তথ্য প্রকল্প কর্মকর্তা মোছা. শিউলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া র‌্যালিতে পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. কামরুল হাসান, নাজির মো. ইসমাইল হোসেনসহ উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের স্টাফগণ অংশ নেন।

ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারীরা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত রেজিস্ট্রেশনের ব্যাপক প্রচার, জমির মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করাসহ ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর