কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চালকদের প্রশিক্ষণ থাকলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে: এমপি তৌফিক

 বিজয় কর রতন, মিঠামইন | ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ৭:৫৫ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে মোটরযান ও ইজিবাইক চালকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, আমি ব্যক্তিগতভাবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মহোদয়কে বলেছি সড়কে দুর্ঘটনা এড়াতে আপনি ইজিবাইক চালকদের প্রতি উপজেলাতে একটি প্রশিক্ষণের ব্যবস্থা নেন। এ বিষয়ের আজ প্রতিফলন ঘটেছে।

আমার সামনে প্রায় পাঁচ শতাধিক সিএনজি, অটোরিক্সা, থ্রিহুইলারসহ ছোট ছোট যানবাহনের চালকরা রয়েছে। তারা মনোযোগ সহকারে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

চালকদের প্রশিক্ষণ থাকলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে। প্রতিটি রাস্তায় স্কুল, কলেজ ছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তায় গতিরোধক স্থাপন করতে হবে।

ইজিবাইকের কোন বৈধতা নেই। ১৮ বছরের নিচে কেউ গাড়ী চালাতে পারবে না। রাস্তায় ট্রাফিকরা এ সকল বিষয়ে খোঁজখবর নিবে। রাস্তায় চলতে গেলে ট্রাফিক আইন মানতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ এস এম শাহজাহান।

কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব, ওসি মো. জাকির রব্বানী, এসআই  নজরুল ইসলাম প্রমুখ।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন টিআই মো. শাহজাহান মিয়া ও টিআই আব্দুল হামিদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর