১৭ মার্চ জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জের মিঠামইনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) মিঠামইন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ, মিঠামইন পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান ও সহকারী কমিশনার (ভূমি) আলিনুর খান মিঠামইন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া তারা বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।