কিশোরগঞ্জের মিঠামইনে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে মিঠামইন উপজেলার সদর ইউনিয়নে ঘোড়াউত্রা নদীর উত্তর তীরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পল্লীতে ঘর নির্মাণ কাজর পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি সরেজমিনে ঘর নির্মাণ কাজ ও মুজিব কেল্লার স্থান পরিদর্শন করেন।
হামিদ পল্লীতে মোট ৬৭টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। এসকল ঘর ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে।
জেলা প্রশাসকের পরিদর্শনের সময় অন্যদের মাঝে মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকতা প্রভাংশু সোম মহান, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান, সাংবাদিক বিজয় কর রতন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ঘোড়াউত্রা নদীর তীরে কালীপুরের কাছে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।