কিশোরগঞ্জের মিঠামইনে পানি উন্নয়ন বোর্ড, অল-ওয়েদার রোড এবং সেনানিবাস নির্মাণে ভূমি অধিগ্রহণের দুই কোটি ৫৫ লাখ ৫৪৭ টাকার চেক ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে বিতরণ করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে ৩টি অধিগ্রহণকৃত প্রকল্পে ক্ষতিগ্রস্থ ৪৭ জন ভূমি মালিকের মাঝে এই চেক হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, সহকারী কমিশনার (ভূমি) আলিনুর খান, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, মুক্তিযোদ্বা নূরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড, অল-ওয়েদার রোড, মিঠামইন সেনানিবাস এই তিনটি প্রকল্পে ৪৭ জন ক্ষতিগ্রস্থ ভূমি মালিকের মাঝে দুই কোটি ৫৫ লাখ ৫৪৭ টাকার চেক বিতরণ করা হয়।