কিশোরগঞ্জে মিঠামইনে নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা আক্তার জাহান এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম।
অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল হক নূরু, সহকারী পুলিশ সুপার এ এস এম আজিজুল হক, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ সিদ্দিকী, ওসি মো. জাকির রব্বানী, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস বৈষ্ণব, সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে জান্নাত আহসান ও নিশাত তাশনিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।