কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মিঠামইনে প্রতিরোধ সভা

 বিজয় কর রতন, মিঠামইন | ১২ ডিসেম্বর ২০২০, শনিবার, ১১:৪২ | মিঠামইন 


কুষ্টিয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কিশোরগঞ্জের মিঠামইনে প্রতিরোধ সভা করেছে সকল কর্মকর্তা কর্মচারী ফোরাম।

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিরোধ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান।

এতে অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, সহকারী কমিশনার (ভূমি) আলিনুর খান, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ বসাক, মৎস্য কর্মকর্তা মিনহাজ আকন্দ, আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদি, বিএডিসি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান রবি, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ সিদ্দিকী, উপজেলা খাদ্য কর্মকর্তা নাজমুল আহসান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর