কিশোরগঞ্জের মিঠামইনে থানা পুলিশের এক ঝটিকা অভিযানে মোখলেস মিয়া ও খোকা মিয়া নামে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য কুখ্যাত দুই ডাকাত গ্রেপ্তার হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন ফেরী ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানীর নির্দেশনায় এসআই মো. নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত এই দুই ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুই ডাকাতের মধ্যে মোখলেস মিয়া মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের আজগর আলীর ছেলে এবং খোকা মিয়া নরসিংদী জেলার শিবপুর উপজেলার অষ্টআনি গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
তাদের মধ্যে মোখলেস মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও খুনের ৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
অন্যদিকে খোকা মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে শিবপুর থানায় ওয়ারেন্ট রয়েছে।
গ্রেপ্তারের পর দুই ডাকাতের মধ্যে খোকা মিয়াকে শিবপুর থানায় হস্তান্তর করা হচ্ছে।
এছাড়া মোখলেস মিয়াকে মুলতবি ৪টি ওয়ারেন্ট মুলে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে।