কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সহধর্মিণী, সরকারি মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন (৫১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর খবর প্রচারের সাথে সাথে এলাকায় এবং পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা নিকলী ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। পরে মরহুমাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
কারার মাহমুদা পারভীনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।