কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১ মে ২০২০, শুক্রবার, ১১:৫৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উপজেলার মঠখোলা এলাকার তারুণ্যের আলো মানবকল্যাণ সংগঠন নামের একটি সামাজিক সংগঠন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এগারোসিন্দুর ইউনিয়ন এর চরখামা ও চরদেওকান্দি এই দুটি গ্রামের অসহায় মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণের সময় তারুণ্যের আলো মানবকল্যাণ সংগঠনের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারুণ্যের আলো মানবকল্যাণ সংগঠনের এর সভাপতি এনামুল হাসান। তিনি বর্তমানে স্পেন এ অবস্থান করছেন।

স্পেন থেকে এনামুল হাসান বলেন, করোনা ভাইরাস এর কারণে বাংলাদেশের অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। বাংলাদেশের এই খারাপ সময়ে আমাদের নিজ এলাকা মঠখোলায় তারুণ্যের আলো মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে অসহায় হয়ে পড়া ১০০ টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ভবিষ্যতেও এ রকম মানবিক কাজে তারুণ্যের আলো মানবকল্যাণ সংগঠন তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে।

এনামুল হাসান সকল স্তরের মানুষকে দেশের যে কোন প্রকার খারাপ সময়ে এক সাথে থেকে একজনের বিপদে আরেকজনকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

তিনি মনে করেন, একসাথে কাজ করলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর